মোল্লাহাট উপজেলা আইন-শুঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, এছাড়া উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আউয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, সিকদার উজির আলী, শেখ রেজাউল কবির ও শেখ রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদ প্রমূখ।