বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে আটক করেছে। আটককৃতদের অধিকাংশের বাড়ি গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় অবস্থিত। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলার মহানাগ এলাকার (কবরস্থানের পাশে) মো. শাহাদাৎ হোসেন বাবুর ছেলে শেখ শাহরিয়ার ইসলাম (২০)। কাশিয়ানী উপজেলার মাজরা বাজার এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফ জামান শাকিল (১৯)। টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকার আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (১৯)। বর্নি মাঝিপাড়া এলাকার সুম্ভ সরকারের ছেলে সুব্রত সরকার (২০)। ঈসাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার আকমান শেখের ছেলে মো. আমিনুর শেখ (২২)। গিমাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার খোকা শেখের ছেলে মো. ইসলাম শেখ (২০) এবং
মোল্লাহাটের উদয়পুর আড়ুয়াকান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে আল-আমিন মোল্লা (২১)।
পরে সোমবার (১১ জুলাই) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।