বাগেরহাটের মোল্লাহাটে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচ বি বি) করন (২য় পর্যায়) শীর্ষক ৫ টি প্রকল্পের লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৫টি প্রকল্পের ৬৫ জন দরদাতা/ঠিকাদারের উপস্থিতিতে প্রকাশ্য এ লটারি ড্র অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৫টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ২,৪০,০৯,০০০ টাকা এবং ৩.৭ কিমি রাস্তা এইচবিবি করা হবে।