“মোল্লাহাটে স্কুলের আহ্বায়ক নির্বাচনে অনিয়মের অভিযোগ”

 মোল্লাহাট উপজেলার নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক নির্বাচনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় বিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অনতি বিলম্বে এর সমাধান না হলে এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হতে পারে বলেও অভিমত প্রকাশ করছেন অনেকে। অতিসম্প্রতি এ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও এডহক কমিটির আহ্বায়ক আবদুল মান্নান রুহুলের মৃত্যুর পর কোন সভা বা সংশ্লিষ্ট কারো সাথে আলোচনা না করে ইউপি চেয়ারম্যান বাবলু মোল্লাকে আহ্বায়ক করতে গোপনে বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানাযায় এ বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও অভিযোগ হয়েছে। ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি আমজাদ হোসেন জানান, সকল নিয়ম-কানুন ছুড়ে ফেলে সম্পূর্ণ অনিয়মের আওতায় গোপনে একক সিদ্ধান্তে আহ্বায়ক এর নাম প্রস্তাব বোর্ডে পাঠিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ।

জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র হস্থক্ষেপের মাধ্যমে তিনি এর প্রতিকার দাবী করেন। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শাহাদাত শেখ জানান, তিনি সারাদিন এ বিদ্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা অফিসে সময় কাটান, গোপনে চেয়ারম্যানকে আহ্বায়ক করার বিষয়টি তিনিও জানতেন না। বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের সামনের কাছের একটি দোকানে এ-সংক্রান্ত বিষয় নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়। জানতে পারছেন যে, গোপনে আহ্বায়ক করা হয়েছে। এক শিক্ষার্থীর দাদা জনৈক তোতা শেখ জানান, এভাবে গোপনে কিছু করা ঠিক না। এর বিচার হওয়া উচিৎ। এবিষয়ে প্রধান শিক্ষক মোল্লা সিদ্দিকুর রহমান বলেন, করোনার কারণে সভা করা বা লোক সমাগমে বিধি-নিষেধ থাকায় তিনি কারো সাথে আলোচনা না করে কেবল বোর্ডের ডিলিং এ্যাসিস্ট্যান্ট এর পরামর্শে ইউপি চেয়ারম্যান বাবলু মোল্লার নাম প্রস্তাব পাঠিয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, চেয়ারম্যান নিজেও জানেন না যে, তাকে আহ্বায়ক করা হয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যান বাবলু মোল্লা মোবাইল ফোনে বলেন, কোন অনিয়ম হয় নাই, প্রধান শিক্ষক মিটিং করে সকলের মতে তাকে আহ্বায়ক করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *