মোল্লাহাটে শিশু কিশোর কিশোরী কার্যালয়ের যুগ পূর্তি অনুষ্ঠিত


বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলপ্রদীপ প্রজ্জলন, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু কিশোর কিশোরী কার্যালয়ের একযুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোর কিশোরী কার্যালয়ের আয়োজনে শুক্রবার বিকালে গাড়ফা গ্রামে মহারাজ সরকারের বাড়িতে এ যুগপূর্তি অনুষ্ঠিত হয়।
মহারাজ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, তথ্য কর্মকর্তা যুথিকা বিশ্বাস, যুবলীগ নেতা সাজ্জাদ আল ইসলাম মঈন। এছাড়া উপস্থিত ছিলেন, খন্দকার তাহেরা, রাকিব ইসলাম, রওশনারা, অরুন দাশ, সুদেব হীরা, ফারদিন, আব্দুল্লাহ, মাসুম ও টিটু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু কিশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার।