মোল্লাহাটে শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের ১১তম বর্ষ বরণ অনুষ্ঠিত

 বাগেরহাটের মোল্লাহাটে কেককাটা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের ১১ তম বর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী ও সামাজিক এ সংগঠনটির আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় দেড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বর্ষ বরণ অনুষ্ঠিত হয়। গাড়ফা পল্লী সমাজের প্রধান মহারাজ সরকারের সভাপতিত্বে এ বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, দেড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বিপ্লব ও যুবলীগ নেতা সাজ্জাদ আল ইসলাম মঈন।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অধ্যাপক মোহিত কান্তি ঢালী, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, সমাজসেবক মোঃ রিপন চৌধূর। শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের পরিচালক সজীব সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সুজন, প্রিয়া, পিংকি, তানভীর, সোহেল, আফসানা, স্বর্না, পল্লীসমাজ নেত্রী মলোতী ও ঝর্না বেগম প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *