বাগেরহাটের মোল্লাহাটে কাঙ্খিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সান্তিপূর্ন ভাবে আঈনশৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নের একটির মেয়াদ পূর্ণ না হওয়ায় ৬টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হণ বিনা-প্রতিদ্বিন্তিতায়।
এছাড়া একটি ওয়ার্ডের একজন সদস্য বিনা প্রতিদন্তিতায় নির্বাচিত হণ। ফলে উক্ত ৬ ইউনিয়নের ৫৪’টি ওয়ার্ডের ১টি বাদে ৫৩ টি ওয়ার্ডে ১৯৫ জন সদস্য প্রার্থী প্রতিদন্দিতা করেন। এছাড়া ৫৪ টি ওয়ার্ডের সমন্বয়ে ১৮টি সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে ৬৪ জন প্রার্থী অংশ নেয়। মহামারী করোনার কারনে দুইবার তারিখ দিয়েও নির্বাচন আবার পিছিয়ে যায়। অবশেষে সোমবার শান্তি শৃঙ্খলায় সম্পন্ন হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১। কোন কেন্দ্রে কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।
সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। ভোটারদের উপস্থিতিও ছিলো অনেক বেশি। মোল্লাহাট উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং উদয়পুর ইউপি এস কে হায়দার মামুন, ২নং চুনখোলা ইউপি- মনোরঞ্জন পাল, ৪নং কুলিয়া ইউপি- মিজানুর রহমান, ৫নং গাওলা ইউপি- শেখ রেজাউল কবীর, ৬নং কোদালিয়া ইউপি- শেখ রফিকুল ইসলাম ও ৭নং আটজুটি ইউপি- মোঃ মনিরুজ্জামান মিয়া।
এ সংবাদ লেখা পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচিত যে, সকল সদস্যদের নাম পাওয়া গেছে তারা হলেন, আটজুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ পারভেজ মিয়া (ফুটবল), উদয়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শহিদুল ইসলাম (মোরগ), চুনখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ মামুন শেখ (তালা), কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লা সেকেল উদ্দিন ছিকু (তালা), কোদালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ আকাশ শেখ (টিউবওয়েল), ২নং ওয়ার্ডের সবুর শেখ (টিউবওয়েল), ৩নং ওয়ার্ডের তরুন কান্তি বিশ্বাস (মোরগ), ৬নং ওয়ার্ডের সিরাজ মোল্লা (বৈদ্যুতিক পাখা), ৮ নং ওয়ার্ডের উসমান (ফুটবল), সংরক্ষিত ১,২,২ নং ওয়ার্ডের আসমা (বই) ও ৭,৮,৯ ওয়ার্ডের বিলকিস (বক) প্রতীক। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা কার্যক্রমে নিয়োজিত ছিলেন, র্যাবের একটি চৌকস দলসহ পুলিশ, বিজিবি ও আনসার। এছাড়া ভোট কেন্দ্র/নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি: শরীফ মাসুদুল করিম, মিয়া পারভেজ আলম, সদস্য এস এম মিজানুর রহমান, আরিফুল ইসলাম রিয়াজ, সাংবাদিক বাবলু মল্লিক, পার্থ রায়, নিশান প্রমূখ।