মোল্লাহাটে রাতের আধারে ঘেরে বিষ দিয়ে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ
বাগেরহাটের মোল্লাহাটে মাছ চাষিকে তাড়িয়ে দিয়ে একটি ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে তিন লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে পার্শ্ববর্তী ঘের মালিক জনৈক ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে। উপজেলার রাঙ্গামাটিয়া মৌজার আড়–য়াডিহি উত্তরঘোপ বিলে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ রাজ্জাক মোল্লা। অভিযোগে প্রকাশ, গত সোমবার রাত অনুমান সাড়ে ৯ টার দিকে মাছ চাষি আঃ রাজ্জাক মোল্লা তার ঘেরে যান। এ সময় পাশের ঘের মালিক মোঃ ইব্রাহিম মোল্লা অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে ঘের থেকে তাকে তাড়িয়ে দেয়। এরপর ওই রাতের যেকোনো সময় বিষ প্রয়োগ করে ঘেরের চিংড়িসহ বিভিন্ন প্রকারের অন্তত ৩ লক্ষ টাকার মাছ নিধন/মেরে ফেলে। পরের দিন মঙ্গলবার সকালে অন্য লোকের মাধ্যমে তিনি জানতে পারেন যে তার ঘেরের সকল মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। এরপর তিনি ঘেরে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পরে থানায় অভিযোগ করেন। এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ক্ষতিগ্রস্থ মাছ চাষির অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যাস্থা গ্রহন করা হবে।