মোল্লাহাটে মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 বাগেরহাটের মোল্লাহাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ ইং উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে শনিবার সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।

এ মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, ২০২০-১‘ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ দশমিক ৫২ লক্ষ মেট্রিক টন। মাছ উৎপাদন হয়েছে ৪৬ দশমিক ২১ লক্ষ মেট্রিক টন। ১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন। ৩৮ বছরের ব্যবধানে ২০২০-২১ অর্থ বছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬ দশমিক ২১ লক্ষ মেট্রিক টন। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে ছয় গুণ।

সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মৎসজাত উৎস থেকে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে। মৎস্য খাতের এ অনন্য সফলতা ধরে রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

এগুলো হলো- জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের আবাসস্থল উন্নয়ন ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব চিংড়ি চাষ সম্প্রসারণ, সামুদ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ সরবরাহ এবং মৎস্য ও মৎসজাত পণ্য রপ্তানি। ২৩ জুলাই (আজ) হতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনে আপনাদের সহযোগিতা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *