বাগেরহাটের মোল্লাহাট মীনা দিবস-২০২২ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ ও আনন্দময় “পরিবেশে মানসম্মত শিক্ষা” এ প্রতিপাদ্যের আলোকে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল ১০ টায় এ সকল কর্মসূচি/কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা ললন কুমার মন্ডল, শর্মিষ্ঠা মন্ডল, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমূখ।