বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙলা বর্ষবরণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকাল ১০ টায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক এস, এম ফরিদ আহমেদ, প্রধান শিক্ষক উম্মে হামিমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহসভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সুধী প্রমূখ।