মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতে তেল মজুদ কারীর অর্থদণ্ড
বাগেরহাটের মোল্লাহাটে দুই হাজার লিটার সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে তাজ উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মোল্লাহাট বাজারের ব্যবসায়ী তাজউদ্দিনকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৬ ও ১৫ ধারায় এ অর্থদণ্ড/জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।
উক্ত ব্যবসায়ী তাজউদ্দিন উপজেলার আস্তাইল গ্রামের দাউদ আলী মোল্লার ছেলে।