বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ জুন রবিবার ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৩টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র মিত্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপ-পুলিশ পরিদর্শক মোঃ মুরাদ হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মোঃ কামাল উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক দেবপ্রসাদ পাল। এছাড়া উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিভূতি মল্লিক সহ সংশ্লিষ্ট সকলে।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যানবিদ আবু তাহের।