মোল্লাহাটে বেইলী ব্রীজ ভেঙ্গে বালিবাহী ট্রাক খালে


বাগেরহাটের মোল্লাহাটে বালিবাহী একটি ট্রাক বেইলী ব্রিজ ভেঙ্গে খালে পড়েছে। শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার গাওলা পাগলা বাজার নামক স্থানে খুলনা মাওয়া পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। স্থানীয়রা জানান, রুপসা থেকে বালিবাহী একটি ট্রাক নাশুখালীর দিকে যাচ্ছিল। এসময় পাগলা বাজারের বেইলী ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে ট্রাকসহ খালের মধ্যে পড়ে যায়। এঘটনায় এ সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
ব্রিজটি দ্রুত সংস্কার বা পূণনির্মানের দাবি জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনসহ অনেকে। ট্রাকের মালিক কওসার ফকির ০১৭১২-৯৯৫০০৪ নং মুঠো ফোনের মাধ্যমে জানান, তার ট্রাকে মাত্র ৭’শ ফুট বালি ছিলো। ওই ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে তার ১০ চাকার ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এঘটনায় তার ট্রাকের চালক আহত হয়েছে বলেও জানান তিনি।
মোল্লাহাট উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাম জানান, তিনি ওই স্থানে দ্রুত প্রকৌশলী পাঠাচ্ছেন। থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ইমারজেন্সি টিম পাঠানো হয়েছে।