মোল্লাহাটে বিশ্ব মা দিবস উদযাপন


“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ স্লোগানের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে বিশ্ব ‘মা’ দিবস-২০২২ উদযাপনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলাম ছানা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।