প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২২, ১২:০৮ পূর্বাহ্ণ
মোল্লাহাটে বিভিন্ন পাঠাগারে সোনালী ব্যাংকের বই বিতরণ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে বিভিন্ন পাঠাগারে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রভাষক মোঃ কামরুল হাসান, মাদ্রাসা সুপার বশির আহমেদ, প্রধান শিক্ষক শেখ সোহেল রানা প্রমূখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ জিয়াউল হক।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত