মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত
১৫-০৮-২০২১ মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এরপর পর্যায় ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ, মোল্লাহাট থানা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাতিলীগ, সরাকারি জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহা-বিদ্যালয়, খলিলুর রহমান ডিগ্রী কলেজ, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাহিলা মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব মোল্লাহাট, হৃদয়ে মোল্লাহাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা ও বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ।
এছাড়া উপস্থিত ছিলেন অবঃ যুগ্ম-সচিব আওয়ামীলীগ নেতা আল আমিন, অধ্যক্ষ এল জাকির হোসেন, শহিদ মেহফুজ রচা, ইউপি চেয়ারম্যান এস,কে, হায়দার মামুন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, মনোজ কুমার ও মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিল্টন, এস,এম, নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে খাবার বিতরণ ঃ জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোল্লাহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার দুপুরে অসহায় দুস্থদের মাঝে স্বাস্থ্য সম্মত খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহীনুল আলম ছানার সার্বিক তত্বাবধানে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় এ খাবার বিতরন করা হয়। মোল্লাহাট ফাউন্ডেশনের খাবার বিতরণ ও আলোচনা সভা ঃ মোল্লাহাটে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী পালনে মোল্লাহাট ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে দেরবোয়ালিয়া মোড়ে এ আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি শহিদ মেহফুজ রচার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে এলাহী লেবীন ও আবুল কাশেম কালিম প্রমূখ। প্রেসক্লাব মোল্লাহাটের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ঃ স্বধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রেসক্লাব মোল্লাহাটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮.৪০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পদাক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন সহ-সভাপতি শেখ সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাশ, নির্বাহী সদস্য মোর্শেদা আকতার রতœা, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার, মোঃ ইমলাক, এস,এম, মিজানুর রহমান, সদস্য মোঃ মোস্তফা মীর, মোঃ বাশার মোল্লা ও মোঃ আরিফুল ইসলাম রিয়াজ প্রমূখ।