বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়কে মোল্লাহাট থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোল্লাহাট থানা পুলিশের আয়োজনে অত্র থানার হল রুমে বুধবার রাত ৯টায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। থানা কর্মকর্তা ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীরের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদায়ী পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় (পিপিএম),
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিন আহমেদ, সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দিন, উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর ও মোঃ ফারুক হোসেন মোল্লা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র, আ.লীগ নেতা জিকরুল আলম, মোঃ মনিরুজ্জামার মিয়া, উপ-পুলিশ পরিদর্শক আবু হাসান ও মোঃ মোস্তফা প্রমূখ।