মোল্লাহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপনে দোয়া, আলোচনা সভা, দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মোল্লাহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে ৮আগস্ট দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা (সংক্ষিপ্ত), দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা। এছাড়া বাদজোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও কে,আর, কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, উপজেলা সহকারি প্রোগ্রামার তানিয়া ফেরদৌসী রহমান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার।