মোল্লাহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম মায়াজ হাসান
শিক্ষাই জাতির মেরুদন্ড বাগেরহাটের মোল্লাহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় গনিত ও আইসিটিতে ১ম স্থান অধিকার করেছেন এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনির শিক্ষার্থী শেখ মায়াজ হাসান।
গতকাল মঙ্গলবার শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোল্লাহাট উপজেলায় ১ম স্থান অধিকার করেন তিনি। শেখ মায়াজ হাসান উপজেলার তেঁতুল বাড়ি গ্রামের মিলু শেখের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা, শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস ও প্রধান শিক্ষক উম্মে হাবিবা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমূখ।