বাগেরহাটের মোল্লাহাটে অগ্নি দুর্যোগ প্রতিরোধে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ও ব্যাপ্টিষ্ট এইডের স্বেচ্ছাসেবকরা বুধবার দুপুর ১২টায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে এ মহড়া প্রদর্শন করে। গ্যাসের চুলা, ঘর ও অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে অনুষ্ঠিত মহড়ায় জলন্ত আগুন নিয়ন্ত্রণ ও জীবন রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, মনোরঞ্জন পাল, শেখ রেজাউল কবির, মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম প্রমূখ।