মোল্লাহাটে পল্লী সমাজের মিলন মেলা অনুষ্ঠিত


বাগেরহাটের মোল্লাহাটে গাড়ফা পল্লী সমাজের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সূরক্ষা কর্মসূচীর আয়োজনে এ মিলন মেলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এম মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপান্তর জেজেএস ক্রেইন প্রকল্পের প্রোগ্রাম মোবিলাইজার আব্দুল করিম, উপস্থিত ছিলেন গাড়ফা পল্লী সমাজের সভানেত্রী লক্ষী সরকার, সাধারন সম্পাদিকা ঝর্না বেগম, মালোতী সরকার, সজিব সরকার, মহারাজ সরকার।
উক্ত মিলনমেলাটি পরিচালনা করেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উপজেলা সংগঠক কোহিনূর আক্তার। এসময় ৬ টি ইভেন্টে প্রতিযোগীতা পূর্ন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার দেওয়া হয়।