বাগেরহাট পল্লিবিদ্যুৎ সমিতির মোল্লাহাট সাব-জোনাল এর স্থানান্তরিত অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট ভূমি অফিস সংলগ্ন ব্যক্তি মালিকানা একটি ভবন হতে উপজেলা পরিষদের কাছের খান ভবনে স্থানান্তরিত হওয়ায় ওই অফিসের এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে ফিতা কেটে এ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বাগেরহাট পল্লিবিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী আঃ রহিম, উপ-মহা ব্যবস্থাপক আবু জাহিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী খান ও পল্লিবিদ্যুৎ সমিতি বোর্ড সভাপতি চৌধূরী জামিল হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-মহাব্যাবস্থাপক মোঃ মাহ্ফুজুর রহমান।