মোল্লাহাটে দ্রুত গতির ট্রাকের চাপায় প্রধান শিক্ষক আহত
বাগেরহাটের মোল্লাহাটে দ্রুত গতির ট্রাকের চাপায় গুরুতর আহত হয়েছেন কাহালপুর ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মটর সাইকেল আরোহী রমেশ চন্দ্র খান। শনিবার সকাল ১০টা ৮ মিনিটে উপজেলার কাহালপুর ‘স’ মিল সংলগ্ন খুলনা – মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত প্রধান শিক্ষককে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শী সহ বিভিন্ন সুত্র জানায়, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খান মটর সাইকেলে তার স্ত্রী (শিক্ষক)’কে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে মোল্লাহাট পৌঁছে নিজের কর্মস্থল ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ে আসছিলেন, দূর্ঘটনা স্থলে মহাসড়ক পার হতে গিয়ে দ্রুত চালিত ঢাকা মেট্রো ড-১২-৪৫৮৫ নং ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। এরপর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে মোল্লাহাট ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করে। এঘটনায় হাইওয়ে পুলিশ কর্তৃক ঘাতক ট্রাকটি জব্দ ও ক্ষতিগ্রস্ত মটর সাইকেলটি উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে (মাদ্রাসা ঘাট) নেয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ।