মোল্লাহাটে কঠোর লকডাউন এর দ্বিতীয় দিনে শুক্রবার উপজেলা প্রশাসনের তরফ থেকে মোল্লাহাট বাজার ও সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হসেন ।
এ অভিযান পরিচালনা কার্যক্রমে সহযোগিতা করেন থানা অফিসার ইনচার্জ কাজী মো: গোলাম কবির, অনিন্দ মন্ডল সহকারী অফিসার (ভূমি), বডারগার্ড বাংলাদেশ, সেনাবাহিনী, উপজেলা পুলিশ,আনসারসহ গ্রাম পুলিশ কার্যক্রম পরিচালিত করেন। উক্ত অভিযানে সকল প্রকার কঠোর লকডাউনে দোকনপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়ন থাকবে।
এবং সকল প্রকার ব্যাটারি চালিত অটোরিক্সা, ইজিবাইক, দোকান সকল কিছুই বন্ধ রাখার নিষেধাজ্ঞা অনাদায়ে কঠোর শাস্তির ব্যবস্থা হবে বলে যানান ।