মোল্লাহাটে জমির বিরোধ ও টিউবওয়েলের পানির নালা কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে তিন মহিলা ও এক পুরুষ আহত হয়েছে। উপজেলার বৈঝাকী গ্রামে শুক্রবার দুপুর ২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার মৃত জোগেন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী ও সন্তানদের সাথে মৃত উপেন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী ও সন্তানদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।
ঘটনার দিন মৃত জোগেন্দ্র নাথ বিশ্বাসের টিউবওয়েলের পানি সরানোর জন্য নালা কাটতে যায় ভক্তি লতা বিশ্বাস (৩৫)। এ সময় প্রতিপক্ষের মৃত উপেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৪০) ভক্তিলতা বিশ্বাসকে মারধর করে। তখন ভক্তি লতা বিশ্বাসকে উদ্ধার করতে গেলে টুলু রানী বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধাকেও মারধর করে সাধন। এ সময় প্রতিপক্ষের দ্বারা সাধন ও তার মা রিভা রানী বিশ্বাস (৬৫) আহত হণ বলেও জানা গেছে। আহতরা সকলেই মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা গেছে।