মোল্লাহাটে দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস্ সালাফিয়্যাহ ও ইয়াতিমখানা উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে ‘দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস্ সালাফিয়্যাহ ও ইয়াতিমখানা’ নামে মাদরাসা/ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শারুলিয়া গ্রামে উক্ত প্রতিষ্ঠানের নির্ধারিত ময়দানে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাইনবোর্ড স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অবঃ অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান আজহারী, আবুল কালাম আজাদ আজহারী, অবঃ প্রধান শিক্ষক এবিএম মনিরুজ্জামান, অধ্যক্ষ নাছির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার সাহিদুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, সুপার মোঃ মিজানুর রহমান, মোঃ ফিরোজ আম্মেদ, মোঃ আলী আকবর, মোঃ হাফিজুর রহমান, কে এম আলী এহসান, মোঃ খলিল উল্লাহ,বীর-মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ, মোঃ মহিদুর রহমান, মাওঃ মোস্তফা দিলাওয়ার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মিয়া পারভেজ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, ইউপি সদস্য মোঃ আজাদ শেখ, মোঃ সেলিম সেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছায় ভিন্ন ভিন্ন অন্তত ২০ জন ব্যক্তি প্রায় ১০ একর জমি দক্ষিণবঙ্গ আল জামিয়াতুস্ সালাফিয়্যাহ ও ইয়াতিমখানায় দান করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *