বাগেরহাটের মোল্লাহাটে ঘুর্নি ঝড় সিত্রাং এর রাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে ঘেরে বিষ দিয়ে ১৫/২০ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে (ঘুর্নি ঝড় সিত্রাং এর রাতে) উপজেলার কেন্দুয়া বিলে ৭বিঘার একটি ঘেরে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহাতীত প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ প্রক্ষ।
অভিযোগে প্রকাশ, গাংনী গ্রামের মৃত ইঞ্জিল শেখের ছেলে বদরুল গংদের প্রায় ৭ বিঘার একটি ঘের রয়েছে কেন্দুয়া বিলে। স্থানীয় শত্রæতার জেরে ঘটনার রাতে প্রতিপক্ষের লোকেরা উক্ত ঘেরে বিষ দিয়ে প্রায় ১৫/২০ লাখ টাকার সাদা মাছসহ চিংড়ি মাছ নিধন করে। ওই রাতে খানিকটা দুরে আরেকটি ঘেরের ঘরে থেকে মালিক পক্ষের সাব্বির শেখ (২৪) দেখেন উক্ত ঘেরে অন্তত ৪/৫টি টর্চ লাইটের আলো। পরেরদিন মঙ্গলবার দেখেন ঘেরে চিংড়িসহ সকল মাছ এমনকি সাপও মরে গেছে। এরপর তার প্রথমে স্থানীয় গাংনী পুলিশ ক্যাম্পে ও পরে মোল্লাহাট থানায় অভিযোগ করেন।
মালিক পক্ষের বদরুল শেখ (৩৮), সাব্বির শেখ (২৪) ও স্থানীয় ইউপি সদস্য হান্নান সরদার জানান, দুর্যোগের রাতে যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে, যথাযথ তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।