মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প ’(CRAAIN) এর সহযোগিতায় শনিবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উক্ত জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আরএমও ডাঃ জব্বার ফারুকী, মেডিকেল অফিসার ডাঃ বিভূতি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ পাল, জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি মানুষের জন্য পুষ্টি একটি অপরিহার্য বিষয়। পুষ্টি ছাড়া আমরা কেউ সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবোনা। সুস্থভাবে বেঁঁচে থাকার পূর্ব শর্তই হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহন করা। নিয়মিত ও পরিমিতভাবে দৈনন্দিন বৈচিত্র খাবার গ্রহনের মাধ্যমে আমরা সঠিক পুষ্টি পেতে পারি।

পরিবেশ, সমাজ তথা দেশ থেকে অপুষ্টিকর করতে তিনি সকলকে স্ব স্ব ক্ষেত্রে জাতীয় পুষ্টি নীতির সফল বাস্তবায়নের জন্য আহবান জানান। সভার সভাপতি ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ এর বিভিন্ন কর্মসূচী ঘোষনাকরেন। জাতীয় পুষ্টি সপ্তাহের ঘোষিত কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি, স্বাস্থ্য বিভাগ ও সমাজের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন। কমিউনিটি পর্যায়ে সকলকে দৈনন্দিন পুষ্টিকর ও বৈচিত্রপূর্ন শর্করা, আমিষ, খনিজ ও  স্নেহজাতীয় খাবার গ্রহনের পরামর্শ দেন। তিনি আরো বলেন, শুধু দামী খাবার নয় অনেক কমামী খাবারেও আমরা অধিক পুষ্টি পেতে পারি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য বিভাগের আবু তাহের।

উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলারউ পকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *