বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস- ২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" পাঠ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে মোল্লাহাট পাবলিক লাইব্রেরীর আয়োজনে এর নিজস্ব পাঠ কক্ষে এ ব্যতিক্রমী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস। উল্লেখ্য, মোল্লাহাট উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" পাঠে অংশগ্রহণ করে।