মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত


বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মোল্লাহাট থানা পূলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ডাঃ মোঃ আজিজুর রহমান, ডাঃ বিভুতি মল্লিক, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিসংখ্যানবিদ আবু তাহের।