প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ
মোল্লাহাটে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৪
আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার সাবেক গ্রাম সরকার হেকমত শেখ’র সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই এলাকার আবদুল কাদের শেখের। ঘটনার দিন হেকমত শেখ ৩০/৩৫ জন লোক নিয়ে ওই জমি দখলে যায়। এ সময় প্রতিপক্ষ বাধা দিতে আসলে উভয় পক্ষের মাঝে সংর্ঘ হয়। এতে আবদুল কাদের’র স্ত্রী রাবেয়া বেগম (৫২) ও ছেলে সংশ্লিষ্ট ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন শেখ (১৮) গুরুতর আহত হণ। এ ছাড়া হেকমত শেখ (৭৫) ও তার ছেলে মোঃ শহিদুল্লাহ (২০) আহত হয়।
আহতদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতির কারণে রাবেয়া বেগম ও তার ছেলে সুজনকে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। মোল্লাহাট থানা কর্মকর্তা ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীর বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং তদন্ত পূর্বক যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত