মোল্লাহাটে জমি নিয়ে সংঘর্ষে আহত-১০, বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ

  বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত, ৩টি বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া দাড়িয়াঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষের খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত গৃহবধূ খাদিজা (২৫) জানান, তাদের প্রতিবেশী আজাদ শেখ ও আব্বাস শেখরা আপন দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মারামারি হয়। এসময় আজাদ শেখ প্রাণ বাঁচাতে দৌড়ে এসে তাদের ঘরে আশ্রয় নেয়। তখন আজাদ শেখকে তেড়ে আসে তার ভাতিজা আরজু ও বাশারসহ অন্তত ২০/৩০ জনে। আজাদকে আশ্রয় দেয়ার কারণে তাদের পরিবারের উপর হামলা চালায় আরজু ও বাশারসহ ওই দলের সকলে। এসময় তার স্বামী, দেবর, বৃদ্ধ শশুর, শাশুড়ি ও চাচা শশুরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া ঘরবাড়ি ভাঙচুর করা সহ ছয় লক্ষ ষাট হাজার টাকা লুট করে নেয়। এ ঘটনায় আহতদের মাঝে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, আবুল মুন্সি (৪০), বিল্লাল মুন্সী (২৩), লিয়াকত মুন্সি, (৩০), বিল্লাল মুন্সি (৭০), ফিরোজা বেগম (৬৫), আলাল মুন্সী (৭৫) ও খাদিজা (২৫)। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি সহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *