মোল্লাহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ পালিত হয়েছে। “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন ও শেখ রেজাউল কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধরণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইমলাম শাহিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *