বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আম্বিয়া জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস।
এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, তথ্য কর্মকর্তা যুথিকা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান।