”’মোল্লাহাটে চুনখোলা ইউনিয়নের আংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত””

বাগেরহাটের মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দুপুর ১২ টায় উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণের কারিগর মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলাম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন। সভায় স্বাগত বক্তব্যদেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা রিপন বালা, ললন কুমার মন্ডল, শর্মিষ্ঠা মন্ডল ও জীবন কৃষ্ণ চৌকিদার, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বরেন্দ্রনাথ হালদার ও আংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোঃ মাহমুদ হাসান। এ সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদেরকে (শিক্ষকদের) মূল্যায়ন করতেন, আওয়ামীলীগ সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাদের জীবন-মান উন্নয়নে সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। রেজিস্ট্রি সকল প্রাথমিক বিদ্যালয় গুলোকে সরকারি করেছেন। আপনারাই (শিক্ষক) ভবিষ্যৎ জাতি গঠনে বেশি অবদান রাখেন বলেও অভিমত ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, “আলোকিত ও মানবিক মোল্লাহাট” বিনির্মাণের যে লক্ষ্য, তা বাস্তবায়নে আপনারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন এবং রাখছেন, এরই অংশ হিসেবে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে “শেখ রাসেল পুষ্প কানন” আপনারা প্রতিষ্ঠা করেছেন। ফলে বিদ্যালয়গুলোর চমৎকার শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। এজন্য সকল শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি। এসময় অতিথিরা বিদ্যালয় চত্বরে নির্মিত শেখ রাসেল পুষ্প কানন পরিদর্শন ও সন্তোষ প্রকাশ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *