মোল্লাহাটে ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বাগেরহাটের মোল্লাহাটে কৃষকের ঘেরে বিষ দিয়ে চিংড়িসহ বিভিন্ন প্রকারের প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মোল্লাহাট উপজেলার কচুড়িয়া এলাকায়০৮-০৩-২০২১ সোমবার দিনগত গভীররাতে বিষ প্রয়োগের কারনা এ বর্বর ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক হেকমত আলী শেখ (সকার)’র স্ত্রী সাহিদা (৬৫) ও পুত্রবধূ শুকুরোন্নেছা জানান, প্রতিবেশী আবদুল কাদের’র সঙ্গে তাদের বিরোধ রয়েছে।
ওই বিরোধের জেরে ক্ষতি করার উদ্দেশ্যে তাদের তিনটি ঘেরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষ কাদেরসহ আরো ৫/৬ ব্যক্তি। তারা টর্চের আলোতে দুই ব্যক্তিকে চিনতে পারলেও অন্যান্যের চিনতে পারে নাই। পরেরদিন ০৯-০৩-২০২১ মঙ্গলবার সকালে ঘেরের পানিতে মরা মাছ ভাসতে দেখে তারা নিশ্চিত হয় যে, প্রতিপক্ষ বিষ প্রয়োগ করা হয় এ ঘটনায় থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
নিজেকে নির্দোষ দাবী করে প্রতিপক্ষ আবদুল কাদের বলেন, গত শুক্রবার সকালে জমির বিরোধে তার ছেলে সুজন (১৮) ও স্ত্রী রাবেয়া বেগম (৫৫)’কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে হেকমত শেখের নেতৃত্বে ৩০/৩৫ জনে। এখনও তার ছেলে সুজন আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই ঘটনা ধামাচাপা দিতে এ নাটক সাজিয়েছে গ্রাম সরকার পরিবার।