মোল্লাহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রাম পদ বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উম্মে হামিমা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সহিদুল ইসলাম প্রমূখ।