মোল্লাহাটে (কোভিড-১৯) করোনা ভাইরাস দমনে লক ডাউন

মোল্লাহাটে

১৫-০৪-২০২১ মোল্লাহাটে সরকারের সিদ্ধান্তের সাথে একমত হয়ে “নো মাক্স নো সার্ভিস” এর স্লোগানে সর্বস্তরের জনতা পালন করছে লক ডাউন। জরুরী সেবা বা লক ডাউনের আওতামুক্ত ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান ও কার্যক্রম বন্ধ।

১৪-০৪-২০২১ ইং বুধবার থেকে (কোভিড-১৯)’র লগডাউন ঘোষনা করা হয়। বাংলা নববর্ষ ও পবিত্র রমজানের প্রথম দিন মোল্লাহাটে সর্বত্র ছিলো প্রায় জন শুন্য। লকডাউনে সকল দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বুধবার সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমনটাই চোখে পড়ে।

বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা। শুধু মাত্র ওষুধ, ব্যাংক, এটিএম বুথ ও নিত্য পন্যের দোকান ছাড়া সমস্ত সরকারী বেসরকারী অফিস বন্ধ রয়েছে। খুলনা মাওয়া মহাসড়কে পন্যবাহী ট্রাক ও কাভার্ট ভ্যান চলতে দেখা গেছে।

গণ পরিবহন ও দুর পাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। সাধারন জনগনের বক্তব্যে তারা হয়তো লগডাউনে মারা না গেলে ও এরকম চলতে থাকলে না ক্ষেতে পেরে মারা পরবে সে জন্য সরকারের সাহায্যে একান্ত কাম্য বলে জানান সাধারন জনগন ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *