বাগেরহাটের মোল্লাহাটে ২০২১-২২ অর্থ বছরে খরিদ ২০২১-২০২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনী বাস্তবায়ন কর্মসূচির জন্য বীনামূল্যে সার বীজ ও নগদ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান।
অনুষ্ঠানে উপজেলার ১শত ৫০ জন কৃষকদের মাঝে বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।