বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ জন্মদিন উদযাপনে বুধবার সকাল ১০টায় আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) হাজার হাজার নেতাকর্মীর সমাবেশ হয়। এরপর মহা-সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহে আনন্দ মিছিল শেষে দেড়বোয়ালিয়া মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা জেলা পরিষদ সদস্য এস এম অলিউজ্জামান, আওয়ামীলীগ নেতা এস এম সাইকুল আলম, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আওয়ামীলীগ নেতা মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, আওয়ামীলীগ নেতা জিকরুল আলম, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, আওয়ামীলীগ নেতা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হাসান মোল্লা হায়দার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, আওয়ামীলীগ নেতা প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম সঞ্চয়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, আওয়ামীলীগ নেতা আবুল বাশার মোল্লা, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা আঃ সবুর মোল্লা, শেখ শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মঈন সিকদার, এস এম ফরহাদ হোসেন, আরিফুজ্জামান দুলাল প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিল সহকারে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন, এদের মাঝে নজরকাড়ে আওয়ামীলীগ নেতা এস এম সাইকুল আলমের নেতৃত্বে উদয়পুর ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীর বর্ণাঢ্য আনন্দ মিছিল।