মোল্লাহাটে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি মতিন আটক

বাগেরহাটের মোল্লাহাটে ৮০পিচ ইয়াবা ও নগদ অর্ধ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি মোঃ মতিন শেখ (৩৩)’কে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। এসময় মাদক কারবারিতে ব্যবহৃত তার একটি মটর সাইকেলও জব্দ করা হয়। বুধবার রাতে উপজেলার কদমতলা গ্রামের নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়। মাদক কারবারি মোঃ মতিন শেখ কদমতলা গ্রামের আমির আলী শেখ’র ছেলে।

পুলিশ জানায়, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মতিন শেখ (৩৩) পিতা-আমির আলী শেখ, সাং-কদমতলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটকে গত বুধবার রাত পৌণে আটটার দিকে অত্র থানার ৭নং আটজুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামস্থ আসামীর বসত বাড়ী হইতে ৮০ (আশি) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৫১,৯২০/-(একান্ন হাজার নয়শত বিশ) টাকা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি লাল কালো পালসার ১৫০ সিসি মটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। আসামী একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে উক্ত আসামীর বিরুদ্ধে ০৫ (পাঁচ) টি মামলা রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *