মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন
মোল্লাহাটে ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় উপজেলার ঘোড়াদাইড় সরকারী প্রাঃ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে টিকাদান কেন্দ্রে ভিড় জমান পচিশোর্ধ্ব নারী-পুরুষ। টিকা কেন্দ্রে ভিড় ছিল উপচে পড়া, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী-পুরুষ বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের টিকা দেওয়া হয়েছে। লোকজন আগ্রহ সহকারে টিকা গ্রহন করছে।
৭টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত (দিনব্যাপি) এ কার্যক্রম পরিদর্শন/তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস ও সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ও কার্যক্রম পরিদর্শন করেন কে,আর, কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এস,কে, হায়দার মামুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জ্যেষ্ট সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবক সজিব সরকার প্রমূখ। সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনছার ভিডিপি, গ্রাম পুলিশ, স্কাউট, স্বেচ্ছা সেবক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, সাধারণ মানুষের দ্বারপ্রান্তে টিকা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট টিকাদান কার্যক্রম শুরু হয়েছে । নিবন্ধনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের ১টি কেন্দ্রে ৩টি বুথে ৬০০ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে এই টিকাদান কার্যক্রম। ৭টি ইউনিয়নে ৪২০০ নারী পুরুষকে টিকা দেওয়া হয়েছে।