“”মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে করোনা টেস্ট উদ্বোধন, শনাক্ত ২০, মৃত্যু ২””

বাগেরহাটের মোল্লাহাটে সম্ভাব্য সকল করোনা রোগী খুঁজে বের করা ও দ্রæত চিকিৎসা সেবার আওতায় আনার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (স্বাস্থ্য বিভাগ) এ কার্যক্রম পরিচালনা করছে। বুধবার প্রথম দিনে উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী আলিয়া মাদ্রাসায় সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত চলে এ টেস্ট কার্যক্রম। এ সময় মোট নমুনা টেস্ট হয় ৪১, এর মধ্যে করোনা শনাক্ত হয় ২০ জনের। এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, আরএমও ডাঃ আব্দুল আউয়াল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এমও ডাঃ জব্বার ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করীম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবীদের মাঝে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, শিশু কিশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া করোনা আক্রান্ত ২ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরা হলেন, উপজেলার গাড়ফা গ্রামের আনোয়ারা (৮০) ও কামার গ্রামের ইশারত শেখ (৪৫)। ইশারত শেখ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবং আনোয়ারা বুধবার ভোরে মৃত্যু বরণ করেন বলেও জানান স্বাস্থ্য বিভাগ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image