‘‘‘মোল্লাহাটে আরো এক’শ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারগৃহ‘‘‘

বাগেরহাটের মোল্লাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার, ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান ২য় পর্যায়’র নির্মানাধীন ৬০টি ঘর পরিদর্শন কালে নবাগত জেলা প্রশাসক বলেছেন, এছাড়াও অল্প কিছু দিনের মধ্যেই মোল্লাহাটের ভূমিহীন ও গৃহহীন আরো অন্তত এক’শ পরিবার’কে নতুন ঘর/বাসগৃহ দেয়া হবে। এজন্য উপজেলা প্রশাসনকে স্থান নির্বাচনসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহনের জন্য বলেছেন তিনি। শুক্রবার সকাল ১১টায় মোল্লাহাটের গিরিশনগর-৯টি, কদমতলা-২৮টি, চর-আস্তাইল-১৮টি ও দারিয়ালার ৫টি (মোট ৬০টি) সরকারি জমিতে নির্মানাধীন গৃহ পরিদর্শন ও খোজ-খবরকালে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মুহাম্মাদ আজিজুর রজমান এ তথ্য জানান।

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধান মন্ত্রীর উপহার বাসগৃহ প্রদান করা হবে। পরিদর্শনকালে গিরিশনগর ও কদমতলা আশ্রয়ণ প্রকল্পের জমিতে গাছ রোপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সদস্য আরিফুল ইসলাম রিয়াজ ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *