মোল্লাহাটে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন উপস্থিত থেকে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউআরসি, ইন্সট্রাকটর রিপন বালা, সহকারী শিক্ষা কর্মকর্তা ললন কুমার মন্ডল, নুর মোহাম্মদ খান, হিমাংশু বিশ্বাস, জীবন কৃষ্ণ চৌকিদার ও শিক্ষক ওবায়দুর রহমান প্রমূখ।