মোল্লাহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান

বাগেরহাটের মোল্লাহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেন যারা পাকিস্থান আমলে ভালো ছিল বলে প্রকাশ্য বক্তব্য দেন, তাদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না। তারা তো স্বাধীনতা বিরোধী, দীর্ঘ দিন তারা (বিএনপি) ক্ষমতায় ছিল, তখন মা-ছেলে (খালেদা-তারেক) এতিমের টাকা আত্মসাৎসহ সীমাহীন লুটপাট করেছে।

এছাড়া অনুষ্ঠানের সম্মানিত অতিথি এস এম কামাল হোসেন বলেন, বিএনপির ফখরুল সাহেবের নেতৃত্বে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, আপনারা সচেতন থাকবেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, মহামারী করোনা সহ কোনো দুর্যোগে দেশের একটি মানুষও না খেয়ে মারা যায় নাই। এটা কেবল শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সার্বিক তত্বাবধনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কে, আর কলেজ মাঠে এ শীতবস্ত্র ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে,এম আরিফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস,

আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য এস এম অলিউজ্জামান, শেখ হেলাল উদ্দীন এমপির এপিএস শিকদার ওয়ালিদ হোসেন ও ফিরোজুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী প্রমূখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *