মোল্লাহাটে অফিসার্স ক্লাবের আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে সকল দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক ও সূধীজনদের নিয়ে ঈদ পরবর্তী পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে মোল্লাহাট অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পূর্ণর্মিলনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম। উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাঃ মাহফুজা খাতুন, কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালায, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ হাসান মোল্লা হায়দার, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুননেছা, যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ রুনীয়া আক্তার, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ প্রমুখ।