“”মোল্লাহাটে অজ্ঞাত মস্তিস্ক বিকৃত যুবকের মরদেহ উদ্বার””

""মোল্লাহাটে অজ্ঞাত মস্তিস্ক বিকৃত যুবকের মরদেহ উদ্বার""

বাগেরহাটের মোল্লাহাট থেকে অজ্ঞাত মস্তিস্ক বিকৃত এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার চরকুলিয়া লায়লা আজাদ কলেজের নতুন ভবন থেকে মরদেহটি উদ্বার করা হয়। স্থানীয়রা জানান, বেশ কয়েক মাস যাবত অজ্ঞাত মস্তিস্ক বিকৃত ওই যুবক চরকুলিয়া বাজার দিয়ে ঘোরাফেরা করছিল। বাজারের দোকানদার এবং এলাকার লোকজন তাঁকে খাবার খেতে দিত। কিন্তু গত কয়েকদিন ধরে লোকটি অসুস্থ্য এবং কোন কিছু খেতে চায়না। রোববার সকালে স্থানীয়রা চরকুলিয়া লায়লা আজাদ কলেজের নতুন ভবনে লোকটিকে পড়ে থাকতে দেখে সরকারী জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ১১ টার দিকে এসে ওই যুবকের মরদেহ উদ্বার করেন। এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জগন্নাথ চন্দ্র জানান, পুলিশ খবর পেয়ে অজ্ঞাত মস্তিস্ক বিকৃত যুবকের মরদেহ উদ্বার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *