মোল্লাহাটে অজ্ঞাত অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়


১৪-০৪-২০২১ বাগেরহাটের মোল্লাহাটে অসুস্থ অবস্থায় রাস্তার পাশ থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার দারিয়ালা গ্রামে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনের উদ্যোগে অসুস্থ ওই নারীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসক বলছে সংজ্ঞাহীন এই নারীকে অক্সিজেন স্যালাইন সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জানা গেছে, অজ্ঞাত পরিচয় আনুমানিক ষাট বছর বয়সী এই নারী শনিবার রাস্তার পাশে পড়েছিল ওই অবস্থা দেখে প্রতিবেশী এক নারী তাকে বাড়িতে নিয়ে চিকিৎসা দেয়।
কিন্তু তাতে তাঁর শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় আবার তাকে রাস্তার পাশে রেখে যায়। এলাকাবাসীর কাছে এই নারী অপরিচিত এই এলাকায় আগে তাঁকে দেখা যায়নি। অসুস্থ নারীর অবস্থা সংকটাপূর্ণ। তিনি বেশ কয়েক দিন ধরে কিছু খায়নি।
তাঁকে সুস্থ করার জন্য অক্সিজেন স্যালাইন সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান মোল্লাহাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ ইকরাম হোসেন ।